প্রার্থী দেওয়া গেছে, সব বুথে এজেন্ট বসানো যাবে? ভোটের আগে নতুন চিন্তা

আজ রাত পোহালেই কাল সকাল থেকে শুরু হয়ে যাবে পঞ্চায়েত ভোটের লড়াই। তার আগে বিরোধীদের মনে নতুন চিন্তা সব বুথে এজেন্ট বসানো যাবে কিনা তা নিয়ে।

author-image
Anusmita Bhattacharya
New Update
polling

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পাঁচ বছর আগের পঞ্চায়েত ভোটের তুলনায় এ বার দ্বিগুণ আসনে প্রার্থী দিল বিরোধীরা। বিজেপি, সিপিএম ছাড়াও ২০১৮-র তুলনায় ২০২৩ সালের এই ভোটে কংগ্রেস প্রায় তিন গুণ আসনে প্রার্থী দিয়েছে। রাত পোহালেই শনিবার ভোট। কিন্তু তার আগের দিন বিরোধী শিবিরে উদ্বেগ একটাই যে বুথে এজেন্ট বসানো যাবে তো? বিজেপি, সিপিএম, কংগ্রেস তিন দলের নেতারাই একান্ত আলোচনায় মেনে নিচ্ছেন যে যেখানে যেখানে প্রার্থী দেওয়া গিয়েছে, সেখানে সব জায়গায় সর্বত্র বুথে এজেন্ট বসানো সমস্যার।

দু’টি বিষয় উঠে এসেছে: 
১. ভোটের দিন সকালে ‘মক পোল’ থেকে সন্ধ্যায় ব্যালট বাক্স ‘সিল’ করা পর্যন্ত শাসকের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার লোক নেই। 
২. বিরোধীদের দাবি, ‘সন্ত্রাস’-এর আবহ খোদ এজেন্ট সংক্রান্ত অনিশ্চয়তার বড় কারণ। আর বুথে এজেন্ট না থাকলে কী হয়, গোটা রাজ্যই সেটা জানে।