নিজস্ব সংবাদদাতা: এবার ফের একবার শোরগোল ফেলে দেওয়া ট্যুইট করেছেন তথাগত রায়। তার নিশানায় এবার বাঙালি বামপন্থীরা। তিনি বলেছেন, "শুধু বাঙালি বামপন্থীরা পচা মড়া আঁকড়ে বসে আছে"। তার এই ট্যুইট ঘিরে সমালোচনা শুরু হয়েছে।