কালীপুজোর আগেই বাড়বে পেঁয়াজের দাম! মাথায় হাত সাধারণ মানুষের

বৃষ্টির কারণে কালীপুজোর আগে নতুন করে পেঁয়াজের দাম বাড়তে পারে।

author-image
Tamalika Chakraborty
New Update
onionrt2.jpg

নিজস্ব সংবাদদাতা:  সামনেই কালীপুজো। কিন্তু কালীপুজোর আগে পেঁয়াজের দাম কমবে না। বরং আগের থেকে পেঁয়াজের দাম বাড়তে পারে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ হিসেবে বিশেজ্ঞরা জানিয়েছেন, বৃষ্টি  ও ঘূর্ণিঝড়ের কারণে নতুন করে পেঁয়াজের দাম। সঠিক সময়ের অনেক পরেই দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অসময়ে প্রবল বৃষ্টি হয়েছে। যার ফলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের। তাই দীপাবলির আগে পেঁয়াজের দাম কমার কোনও আশা দেখছেন না বিশেষজ্ঞরা। 

মহারাষ্ট্র, কর্ণাটক, তেলাঙ্গানা, অন্ধ্রপ্রদেশর মতো রাজ্যে বৃষ্টির জেরে পেঁয়াজের চাষে প্রবল ক্ষতি হয়েছে।  মূলত এই রাজ্যগুলোতে সব থেকে বেশি পেঁয়াজ চাষ হয়।  বাজারে  কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে।টমাটো, পেঁয়াজ, রান্নার তেলের দাম ২০২৪ সালের সেপ্টেম্বরে মুদ্রাস্ফীতিকে শেষ ৯ মাসের মধ্যে শীর্ষস্থানে রেখেছিল। 

অন্যদিকে, নতুন করে একটি ঘূর্ণিঝড় আসতে চলেছে। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ওড়িশার উত্তর উপকূল ও পশ্চিমবঙ্গের উপকূল ক্ষতিগ্রস্ত হবে। বৃহস্পতিবার রাতে বা শুক্রবার সকালে এই ঘূর্ণিঝড় ওড়িশার উত্তর উপকূলে আছড়ে পড়তে পারে। এই ঘূর্ণিঝড়ের জেরে সব থেকে বেশি বাংলার পূর্ব মেদিনীপুরে পড়বে বলে মনে করা হচ্ছে।