নিজস্ব সংবাদদাতা: হুঁ হু করে বাড়ছে সবজির দাম। সমস্ত পূজা অনুষ্ঠান মিটে গেলেও বাজারের দাম কিছুতেই কমছে না। বারবার অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স কিন্তু তা সত্বেও কমছে না বাজারের দাম। চাষী থেকে বিক্রেতারা বলছেন সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে হয়েছে ব্যাপক ক্ষতি আর সেই কারণেই দাম বাড়ছে সবজির। এই অবস্থায় সাধারণ মানুষকে একটু সত্যি দিতে সুফল বাংলা স্টল খোলা হয়েছে।
দক্ষিণবঙ্গের মতন উত্তরবঙ্গেও রীতিমত পাল্লা দিয়ে বেড়েছে সাধারণ সবজি পাতির দাম। তার ফলে নাভিশ্বাস উঠেছে আমজনতার। এত চড়া দামি সবজি কিনবে কি করে? তাই তাদের সমস্যা নিরসনে সুফল বাংলা ভ্রাম্যমান গাড়ির উদ্বোধন করা হয়েছে আগেই। এবার সেই গাড়িতেই বিক্রি হচ্ছে সবচেয়ে কম দামে পেঁয়াজ এবং আলু। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫৮ টাকা কিলো দরে এবং আলু ২৫ টাকা কিলো দরে।
জলপাইগুড়ি শহরের একেবারে মধ্যভাগের সিরিশতলা এলাকায় সোমবার এই সুফল বাংলা স্টলে বহু মানুষের ভিড় উপছে পরে। বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় একশ টাকা কেজি আবার আলুর দাম ৪০ টাকা কিলো। অথচ বাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে এই সুফল বাংলা স্টলে বিক্রি করা হচ্ছে সবচেয়ে কম দামে পেঁয়াজ এবং আলু।
এই সবের মধ্যে সাধারণ মানুষের দাবী সাধারণ বাজারে কবে কমবে দাম? কতদিন চলবে এই সুফল বাংলা স্টল?