নিজস্ব সংবাদদাতা: পেঁয়াজের দামে এবার পকেট রীতিমতো জ্বলছে মধ্যবিত্ত মানুষের। কলকাতায় পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ৪৮ থেকে ৫০ টাকা। ফলে সেই দাম স্থানীয় ক্ষুদ্র বাজারে গিয়ে হয়ে গেছে ৭৫ থেকে ৮০ টাকা। এই দামে পেঁয়াজ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এদিকে আজ শনিবার থেকে রাজ্যবাসীকে ৫৫ টাকা কেজি দরে সরকারি পেঁয়াজ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।