মেট্রো পরিষেবা বন্ধ দেড় মাস, ভোগান্তির মুখে যাত্রীরা

আগামী দেড় মাস বন্ধ থাকবে মেট্রোযাত্রীরা।

author-image
Tamalika Chakraborty
New Update
kolkata-metro-line-2_0_1200

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ— এই দুটি মেট্রো রুটে পরিষেবা বন্ধ থাকবে আগামী দেড় মাস। ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে এই রুটে মেট্রো চলাচল। রবিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।


মেট্রোরেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বউবাজার অংশের কাজ শেষ হওয়ায় এবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা হবে। এর জন্য পুরো সিগন্যালিং ব্যবস্থার সংস্কার প্রয়োজন। একটি ফরাসি সংস্থা এই কাজ করবে, যা সম্পন্ন করতে প্রায় এক মাসেরও বেশি সময় লাগবে। সংস্থার প্রস্তাব অনুযায়ী, নির্ধারিত সময়ের জন্য মেট্রো পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বউবাজার অংশে মেট্রো প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছে। অতীতে তিন-চারবার কাজ বন্ধ হয়ে গিয়েছে মাটির ধস এবং অন্যান্য বিপর্যয়ের কারণে। তবে সমস্ত বাধা কাটিয়ে কাজ শেষ হয়েছে। এখন এই অংশের মাধ্যমে যাত্রীরা হাওড়া ময়দান থেকে সরাসরি সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছতে পারবেন।


২০২৩ সালের মার্চে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছিল।
তারও আগে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা শুরু হয়। তবে বউবাজারের কাজ অসম্পূর্ণ থাকায় সম্পূর্ণ রুটে পরিষেবা চালু সম্ভব হয়নি। যাত্রীদের জন্য কী নির্দেশিকা? মেট্রো পরিষেবা বন্ধ থাকাকালীন বিকল্প পরিবহণ ব্যবস্থা নিয়ে কোনও নির্দেশিকা এখনও ঘোষণা করা হয়নি। তবে যাত্রীদের বিশেষ সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীদের সাময়িক অসুবিধা হলেও হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু হওয়ার ফলে শহরের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। আপাতত যাত্রীরা এই দেড় মাসের ভোগান্তির পর নতুন ও আধুনিক পরিষেবার অপেক্ষায়।