নিজস্ব সংবাদদাতাঃ আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, "ওঁকে (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী) ছেড়ে দিন কারণ তিনি কাজ করতে পারছেন না, তিনি সরকার চালাতে পারছেন না, তিনি সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়কে ন্যায়বিচার দিতে পারছেন না। তার যাওয়াই ভালো। তিনি যে বক্তব্য দিয়েছেন তা নাটকীয়তা।"
প্রস্নগত, কলকাতার চিকিৎসকদের বিক্ষোভ নিয়ে রাজ্য সরকারের অনড় অবস্থান নিয়েছে। এমনটাই দাবি করছেন জুনিয়র ডাক্তাররা। আর এবার সরকারের এই অনড় মনোভাবের বিরোধীতা করে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিল রেসিডেন্ট এবং জুনিয়র ডাক্তারদের জয়েন্ট অ্যাকশন ফোরাম। শুক্রবার (১৩ সেপ্টেম্বর), ভুবনেশ্বর এবং বেঙ্গালুরু থেকে এদিন ভিডিও বিবৃতি জারি করে ‘প্রশাসনের নিষ্পৃহতা’ নিয়ে সরব হয়েছে জুনিয়র ডাক্তারদের এই সংগঠন। ভিডিয়ো বিবৃতিতে তারা জানিয়েছে, বাংলায় যে জুনিয়র ডাক্তার এবং আবাসিক ডাক্তাররা আন্দোলন করছেন, তাদের কারও বিরুদ্ধে যদি কোনও পদক্ষেপ করা হয়, তাহলে তারা দেশব্যাপী আন্দোলনে নামবে। সেটা হরতাল হতে পারে, কর্মবিরতি হতে পারে, নির্দিষ্ট কোনও কর্মসূচি তারা ঘোষণা করেনি।