যাদবপুরে উপাচার্য নিয়োগ! আজ সুপ্রিম কোর্টে প্রশ্ন তুলতে পারে রাজ্য

আজ সুপ্রিম কোর্টে উঠতে পারে যাদবপুরের উপাচার্য প্রসঙ্গ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
supreme court

file pic

নিজস্ব সংবাদদাতাঃ রাজ্য-রাজ্যপাল সংঘাতে কি তবে এবার নতুন মোড় নিতে চলেছে যাদবপুরকাণ্ড? রাজ্যের বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে ইতিমধ্যে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছে রাজ্য। এবার যাদবপুরে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ নিয়ে প্রশ্ন তুলতে পারে রাজ্য। আর সে প্রশ্ন উঠতে পারে সুপ্রিম কোর্টে। নবান্নের বক্তব্য, রাজ্যপাল যে পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন, তা বৈধ নয়। রাজ্যের উচ্চ শিক্ষা দফতর বা শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা ছাড়াই উপাচার্য নিয়োগে এককভাবে সিদ্ধান্ত নিয়ে চলেছেন আচার্য। যদিও কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলায় ধাক্কা খেয়েছে রাজ্য। তারপর রাজ্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়।

সোমবার অর্থাৎ আজ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি দীপঙ্কর দত্তের ডিভিশন বেঞ্চে রাজ্যের আবেদনের শুনানি হওয়ার কথা। সেখানেই যাদবপুর নিয়ে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করতে পারে রাজ্য। আবার আজ কলকাতা হাইকোর্টে যাদবপুর নিয়ে দায়ের হওয়া দু’টি মামলার শুনানির সম্ভাবনা আছে প্রধান বিচারপতির এজলাসে।