কেমন থাকবে মহালয়ার দিন সকালের আবহাওয়া? কোন দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর?

মহালয়ার দিন আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবার সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিততে অস্বস্তি বাড়বে।

author-image
Debapriya Sarkar
New Update
Weather

নিজস্ব প্রতিবেদন : মহালয়ার আগে আবহাওয়া দফতরের নতুন পূর্বাভাসে ফের দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত মিলেছে। উত্তরবঙ্গে ইতিমধ্যেই ভালো বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। মহালয়ার দিন থেকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে কয়েক দফায় ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে দেবীপক্ষের সূচনাটা নির্ঝঞ্ঝাট হতে পারে, কারণ মহালয়ার দিনে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

weather cloud.jpg

ইতিমধ্যে, বর্ষা বিদায়ের প্রক্রিয়া শুরু হয়েছে। অক্টোবর মাসের মাঝামাঝি সময় থেকে বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে, কিন্তু বুধবার থেকে ফের বৃষ্টির প্রবণতা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মহালয়ার দিনে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে, তবে বৃষ্টি হবে না। মাঝে মাঝে চড়া রোদ উঠবে, ফলে ভরপুর জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে। কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Rain on Durga Puja

সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, আর রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭১ থেকে ৯৫ শতাংশের মধ্যে রয়েছে।