নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার বিষয়ে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “আমরা দাবি জানিয়েছিলাম, এক দফায় নির্বাচন করাতে হবে কারণ পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় ভাল। তবে আমরা সচেতন ছিলাম যে এটি ঘটবে না। ৭ দফায় হোক বা ৪২ দফায়, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের সঙ্গেই থাকবে।”
/anm-bengali/media/media_files/1Tx6cfKPXOGgLgtmfmnQ.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)