নিজস্ব সংবাদদাতাঃ সন্দেশখালির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে পশ্চিমবঙ্গ সরকারের আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।
সেই বিষয়ে সিপিআইএম নেতা মহম্মদ সেলিম বলেন, “সরকারের কাজ হল তদন্ত করা এবং সত্য খুঁজে বের করা। মানুষ সত্যের গভীরতা জানতে চায়। যখন চোরাচালান হচ্ছে, জমি দখল হচ্ছে, সংগঠিত অপরাধ হচ্ছে, মহিলাদের হেনস্থা করা হচ্ছে এবং দোষীদের গ্রেফতার না করে মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশ প্রতিবাদ করছে, তখন তারা তাদের রক্ষা করতে চেয়েছে। সুতরাং সুপ্রিম কোর্ট সঠিক কাজটিই করেছে। তদন্ত হওয়া উচিত।”