নিজস্ব সংবাদদাতাঃপশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচন নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বসু বলেন, “আমার দুটি অগ্রাধিকার হবে, নির্বাচনে হিংসা ও দুর্নীতির অবসান ঘটানো। আমি জনগণের জন্য প্রস্তুত থাকব। বাংলায় মানুষের রক্তে ভরপুর রাজনৈতিক 'হোলি' আর চলবে না।”
#WATCH | On Lok Saha elections in West Bengal, Governor CV Ananda Bose says, "My two priorities will be to see that violence and corruption is ended in elections. I will be available for the people. Political 'Holi' with human blood will not be allowed in Bengal anymore." pic.twitter.com/7QJkL8jn9C