নিজস্ব সংবাদদাতা: তবে কি রাজ্য-রাজ্যপালের মধ্যে অভিমানের বরফ গললো? শেষমেশ স্পিকারের ডাকে সাড়া দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মাত্র একবারের ডাকেই সাড়া দিলেন তিনি। এলেন বিধানসভায়। করালেন ৬ বিধায়ককে শপথ গ্রহণ পাঠ।
এর আগে বেশ কয়েকটি ক্ষেত্রে দেখা গিয়েছিল এই শপথ বাক্য পাঠ গ্রহণকে কেন্দ্র করে শক্যতা। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সাথেও যার জন্য তৈরি হয়েছিল মনমালিন্য। এমন সময় নজর ছিল এবারের শপথ গ্রহণ অনুষ্ঠানে।
নিয়ম অনুযায়ী, নব্য বিধায়কদের শপথ বাক্য পাঠ করান সে রাজ্যের রাজ্যপাল। স্বাভাবিক ভাবেই এবারেও ৬ জন নব নির্বাচিত বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য স্পিকার আমন্ত্রণ পত্র পাঠান রাজ্যপালকে। তবে এবার কোনও মতবিরোধ না রেখে বিধানসভায় স্বমহিমায় হাজির হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এসে শ্রদ্ধা জ্ঞাপন পর্ব সেরে উপনির্বাচনে জয়ী ছয় জন বিধায়ককেই শপথ বাক্য পাঠ করালেন তিনি।
সপ্তাহের প্রথম দিনের অধিবেশন বলে এদিন অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তিনিও এদিন হাজির ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। সেক্ষেত্রে দীর্ঘদিন পর একসঙ্গে একই অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেল মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে। দুজনকে পাশাপাশি দেখা গেলেও এদিন একে অপরের সাথে কথা বলতে দেখা যায়নি কাউকেই।