প্রাণ গেল মালদহের নার্সিং ছাত্রীর
ডিসেম্বরের শেষেও দাপট কমছে না ডেঙ্গুর। এখনও মশাবাহিত রোগ কাড়ছে প্রাণ। কলকাতার হাসপাতালে প্রাণ গেল মালদহের নার্সিং ছাত্রীর। উত্তরবঙ্গ থেকে পড়তে পাঠিয়ে সন্তানহারা বাবা-মা।
ডিসেম্বরের শেষেও দাপট কমছে না ডেঙ্গুর। এখনও মশাবাহিত রোগ কাড়ছে প্রাণ। কলকাতার হাসপাতালে প্রাণ গেল মালদহের নার্সিং ছাত্রীর। উত্তরবঙ্গ থেকে পড়তে পাঠিয়ে সন্তানহারা বাবা-মা।
কালিয়াচকের জালালপুর শেরপুরের বাসিন্দা ফারহানা বেগম। বছর একুশের তরুণীর বাবা আমিনুল ইসলাম। পেশায় ‘গ্রামীণ’ চিকিৎসক। আলিয়া বিশ্ববিদ্যালয়ে নার্সিং স্টুডেন্ট ছিলেন ফারহানা। প্রথম দুবছর নিউটাউনের হস্টেলে ছিলেন। এর পর আলিয়া বিশ্ববিদ্যালয়ে পার্ক সার্কাসে ক্যাম্পাসে পড়তেন। সেখানকার হস্টেলেই থাকতেন।
{{ primary_category.name }}