নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমে একজন নার্সকে শ্লীলতাহানির বিষয়ে, কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, " প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং এখানকার পুলিশ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। যদি কেউ এই সবের জন্য দায়ী থাকে তবে তা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তার পদে থাকার কোনও নৈতিক অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত পদ ছেড়ে দেওয়ার ৷ ''
/anm-bengali/media/post_attachments/92ef92616e7b6aa99cc5a87dd09109b2694b285040327eaf63ea48d8499f671b.jpg?VersionId=J8ruloz13FlwMgBnSDRb4cmEDF1k5pM8)