এবার এনআরএস, ৩৫ জন চিকিৎসক গণ ইস্তফার পথে

এনআরএস মেডিক্যাল কলেজের তরফে সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
NRS-এ চিকিৎসার গাফিলতিতে যুবকের মৃত্যু

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকাল স্বাস্থ্যভবনের তরফ থেকে মেলেনি কোনও সদর্থক বার্তা। একরাশ নিরাশা নিয়েই ফিরে এসেছেন চিকিৎসকেরা। স্বাভাবিক ভাবেই ক্ষোভের আঁচ আরও বেড়েছে। সরকারের ভূমিকা দেখে ক্ষুব্ধ সিনিয়র চিকিৎসকেরাও। তাই এবার গণ ইস্তফার তালিকা আরও দীর্ঘ।

আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজের পর এবার ন্যাশনাল মেডিক্যাল কলেজের সিনিয়র ডাক্তারেরাও ‘গণইস্তফা’ দিলেন। ন্যাশনাল মেডিক্যাল থেকে ৩৪ জন সিনিয়র ডাক্তার বুধবার গণ ইস্তফা পত্রে স্বাক্ষর করেছেন। একই পথে হাঁটতে চলেছে শহরের আরও এক নামকরা হাসপাতাল। এনআরএস মেডিক্যাল কলেজের তরফে সরকারকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে পদক্ষেপ না করলে সেখানকার সিনিয়র ডাক্তারেরাও ‘গণইস্তফা’ দেবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই ৩৫ জনের নাম নথিভুক্ত হয়েছে। একই সিদ্ধান্ত নিতে চলেছেন সাগর দত্ত মেডিক্যাল কলজের ডাক্তারেরাও। 

একই হুঙ্কার উঠেছে বেসরকারি হাসপাতাল থেকেও। জানা যাচ্ছে, এবার অ্যাপোলো হাসপাতালের পক্ষ থেকেও ২৩ ডাক্তার গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন। ২৪ ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে হবে বৃহত্তর আন্দোলন। 

Adddd