নিজস্ব সংবাদদাতা: বাসে বা অটোয় উঠলে খুচরোর সমস্যা ব্যাপক হয় যাত্রীদের। ১০০ বা ২০০ টাকা নিয়ে বাসে উঠল ভাড়া দিতে গিয়ে যাত্রীদের সঙ্গে কন্ডাক্টারদের ঝগড়া শুরু হয়ে যায়। এই সমস্যার সমাধান করতে আসছে কিউআর কোড বা গুগলপে, ফোনপে-র মতো পেমেন্ট অ্যাপ। পেমেন্ট অ্যাপের মাধ্যমে কি ভাড়া নেওয়া শুরু করবে রাজ্যের বাস-মিনিবাসগুলি? পরিবহণমন্ত্রী জানিয়েছেন যে এবার এই বিষয় নিয়ে তাঁদের ভাবনা-চিন্তা রয়েছে। তবে কবে থেকে এই ব্যবস্থা শুরু হবে এই নিয়ে নির্দিষ্ট করে তিনি কিছু জানাননি। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান যে বেশ কিছু দূরপাল্লার বাসে ইতিমধ্যেই এই সুবিধা করে দেওয়া হয়েছে। তবে আগামী দিনে আর কিছু বাস রাস্তায় নামনো হবে তখন এই ধরনের ডিজিট্যাল পেমেন্ট ব্যবস্থা চালু করে দেওয়া হবে।