WEST BENGAL: ২ মে নয়, ২০ মে থেকে গরমের ছুটি!

গরমের ছুটি নিয়ে রাজ্যে চিন্তায় পড়ুয়া থেকে অভিভাবকরা। রাজ্য সরকার ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করলেও বেসরকারি স্কুলগুলো সেটা মানছে না। তাহলে বেসরকারি স্কুলে গরমের ছুটি কবে?

author-image
Anusmita Bhattacharya
New Update
school.jpg

নিজস্ব সংবাদদাতা: ২ মে থেকে রাজ্যে পড়ছে গরমের ছুটি (Summer Vacation)। রাজ্যের (West Bengal) সব স্কুলে এই দিনে গরমের ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই নির্দেশ না মেনে রাজ্যের বেসরকারি স্কুলগুলি (Private School) গরমের ছুটি নিজেদের মতো করে ঘোষণা করেছে। তার মধ্যে অন্যতম স্কুল হলো সেন্ট লরেন্স হাই স্কুল (St. Lawrence High School)। এই স্কুলের কর্তৃপক্ষ বলেছে যে ২ মে থেকে অনলাইনে ক্লাস (Online Class) হবে। ২০ মে থেকে পড়বে গরমের ছুটি। এদিকে সাউথ পয়েন্ট (South Point) ১২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করেছে।

ad.jpg