নিজস্ব সংবাদদাতা: আরজি কর ঘটনার প্রায় দু’সপ্তাহ হতে চললো। কিন্তু এখনও অভিযুক্তের সংখ্যাটা সেই ১জনই রয়েছে। ফলে এবারে তদন্তে গতি আনতে হবে সিবিআইকেও। তাই এই মুহুর্তে তন্ন তন্ন করে চলছে মিসিং লিঙ্কের খোঁজ। তারই মাঝে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের সাথে এবার যোগ মিললো এক এএসআইয়ের। বেশ কিছু ছবিতে তাঁদের দুজনকে একসাথে দেখতে পাওয়ায় এবার সিবিআই ডেকে পাঠালো সেই ASI অনুপ দত্তকে।
File Picture
এদিন সিজিও কমপ্লেক্সে ঢোকার সময়, তাঁকে সঞ্জয় রায় সম্পর্কে জানতে চাওয়া হলে খানিকটা দৌড়ে পালিয়েই যান ওই এএসআই। কি কারণে তিনি পালালেন তা নিয়ে নতুন করে রহস্য দানা বাঁধতে শুরু করেছে ইতিমধ্যেই। ঘটনার দিন কি তাহলে হাজির ছিলেন এই অনুপ দত্তও? লিঙ্ক খুঁজছে সিবিআই।