নিজস্ব সংবাদদাতাঃ বাংলায় তৃণমূলের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ সেই বিধানসভা নির্বাচনের সময় থেকে। লোকসভা নির্বাচনের পরও সেই একই অভিযোগে সরব হয়েছে গেরুয়া শিবির। বিভিন্ন জেলায় বিজেপি কর্মী সমর্থকদের উপর মারধর এবং সন্ত্রাসের অভিযোগ উঠেছে শাসক শিবিরের বিরুদ্ধে। এমনকি রাজ্যে এসে ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখেছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলও। সূত্রে খবর, এবার একই ইস্যুতে সরব হচ্ছে আরএসএস। রাস্তায় নেমে বিক্ষোভের পরিকল্পনাও শুরু হয়েছে আরএসএসের।
জানা গিয়েছে, কলকাতার রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের আয়োজন করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। একাধিক সংগঠন তাতে যোগ দিতে চায় বলে জানা গিয়েছে। হিন্দু জাগরণ মঞ্চ, বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল ছাড়াও সংঘ ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন এবার পথে নামবে বলে জানা যাচ্ছে। রাজ্যের বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর নির্বাচন পরবর্তী হিংসার বিরুদ্ধে সরব হবে আরএসএস।