মাধ্যমিক পরীক্ষা দিতে এবার লাগবে ১০০০ টাকা! ঘোষণা পর্ষদের

মধ্যশিক্ষা পর্ষদের নথিতে এবার নাম, বয়স, অভিভাবকের নাম ইত্যাদি তথ্য সংশোধন করতে গেলে এখন থেকে গুণতে হবে বাড়তি টাকা। শুক্রবার বিজ্ঞপ্তি জারি হয়েছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
examwbbhse

প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: মধ্যশিক্ষা পর্ষদের (Madhya Shiksha Parshad) নথিতে এবার নাম, বয়স, অভিভাবকের নাম ইত্যাদি তথ্য সংশোধন (Correction) করতে গেলে এখন থেকে গুণতে হবে বাড়তি টাকা। এই ফি বৃদ্ধি করে এবার ১০০০ টাকা করলো পর্ষদ। শুক্রবার বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগে নাম বা পদবি পরিবর্তন করতে আবেদনপত্রের (Application) সঙ্গে ৫০ টাকা দিতে হতো। মাধ্যমিক দেওয়ার তিন বছরের মধ্যে বয়স পরিবর্তন করতে আবেদনের জন্য লাগতো ৩০০ টাকা। সেটা বৃদ্ধি পেয়ে হলো ১০০০ টাকা।