নিজস্ব সংবাদদাতা: হলুদ ট্যাক্সি কলকাতার ঐতিহ্য। তবে দুর্ভাগ্যবশত এই বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রায় আড়াই হাজার হলুদ ট্যাক্সি কলকাতার রাস্তা থেকে উধাও হয়ে যাওয়ার পথে। কিন্তু, এবার এক সুখবর। উদ্যোক্তাদের অনুরোধে সাড়া দিয়ে চুক্তির গাড়ি হিসাবে নিবন্ধিত হালকা যাত্রীবাহী গাড়ির জন্যও অন্যান্য রঙের অনুমতি দেওয়া প্রয়োজন বলে মনে করছে রাজ্য সরকার। আরো একটি ভালো খবর আসছে। পশ্চিমবঙ্গে হলুদ ট্যাক্সি চালু রাখার জন্য বিভিন্ন সংস্থার কাছ থেকে প্রতিনিধিত্ব পাওয়া গেছে কারণ হলুদ ট্যাক্সি কলকাতার স্বয়ংচালিত ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে বলে মনে করা হয়। পরিবহন সচিব ডঃ সৌমিত্র মোহন এই সংক্রান্ত একটি নোটিশ জারি করেছেন।
পশ্চিমবঙ্গ মোটর যানবাহন বিধিমালা, ১৯৮৯-এর বিধি ২৭০(২) অনুযায়ী যদি কোনো কোম্পানি বা ফার্ম বা ব্যক্তি ৩০ দিনে ২০ বা তার বেশি যানবাহন নিবন্ধন করতে চায় , তাদের পছন্দের যে কোনও রঙের যানবাহন নিবন্ধন করতে পারে এবং পরিবহণ বিভাগ থেকে নকশার পূর্বে লিখিত অনুমোদন সাপেক্ষে তাদের চিহ্ন বা গ্রাফিতি বা রুফটপ বোর্ড ঠিক করার অনুমতি দেওয়া হবে। এমনটা হলে এই প্রথম কলকাতার বুকে চলবে রঙিন ট্যাক্সি। আর শহর কলকাতার মুকুটে জুড়বে নতুন পালক, নতুন পরিচয়। এই খবর আপনাদের জন্য প্রথম তুলে আনল এএনএম নিউজ।
অনলাইন ক্যাবের দৌরাত্ম্যের যুগে কোথাও শহরের পুরোনো পরিচয় যেন হারিয়ে যাচ্ছিল। তবে এমনটা হলে এবার সেই পুরোনো "বাহন" ট্যাক্সির প্রতি বাড়বে আমজনতার আকর্ষণ। লক্ষ্মী-যোগের পাশাপাশি টিকে থাকবে কল্লোলিনীর পুরোনো ঐতিহ্য। এই নতুনের সঙ্গে পুরোনো আমলের হলুদ ট্যাক্সিও টিকে থাকবে কিনা সেই আশাও জাগছে বাঙালির প্রাণে।