নিজস্ব সংবাদদাতাঃ বাংলায় পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে আজ শনিবার সরব হন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার তাঁকে সরাসরি না হলেও প্রধানমন্ত্রীকে ‘মিথ্যুক’ বলে দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী কোনও প্রমাণ ছাড়াই কথা বলছেন। তিনি চান সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ুক। আপনি দুর্নীতির ইস্যু উত্থাপন করতে পারবেন না কারণ আপনি পিএম কেয়ার্স ফান্ড, রাফাল চুক্তি এবং নোট বাতিলের মতো ইস্যু দ্বারা বেষ্টিত। আপনি মাঝে মাঝে মানুষকে বোকা বানাতে পারেন কিন্তু সব সময় নয়। মণিপুরে মহিলাদের বিরুদ্ধে নৃশংসতা, কুস্তিগীরদের উপর নৃশংসতা, নৃশংসতার ঘটনায় জড়িত আপনার নিজের লোকদের বিরুদ্ধে আপনি কখনও কোনও ব্যবস্থা নেন না। রাজ্যে ১৬-১৭ জনের বেশি মানুষ মারা গেছেন।‘
প্রধানমন্ত্রী মোদী ‘মিথ্যুক’? বিস্ফোরক দাবি করলেন মমতা
তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলায় পঞ্চায়েত ভোটের হিংসা প্রসঙ্গ আজ শনিবার প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল। এদিন তিনি বলেন, ‘পঞ্চায়েত ভোটে বাংলার মানুষের রক্ত নিয়ে যেভাবে তৃণমূল খেলেছে তা গোটা দেশ দেখেছে।'
Follow Us
নিজস্ব সংবাদদাতাঃ বাংলায় পঞ্চায়েত ভোটে হিংসা নিয়ে আজ শনিবার সরব হন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এবার তাঁকে সরাসরি না হলেও প্রধানমন্ত্রীকে ‘মিথ্যুক’ বলে দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী কোনও প্রমাণ ছাড়াই কথা বলছেন। তিনি চান সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ুক। আপনি দুর্নীতির ইস্যু উত্থাপন করতে পারবেন না কারণ আপনি পিএম কেয়ার্স ফান্ড, রাফাল চুক্তি এবং নোট বাতিলের মতো ইস্যু দ্বারা বেষ্টিত। আপনি মাঝে মাঝে মানুষকে বোকা বানাতে পারেন কিন্তু সব সময় নয়। মণিপুরে মহিলাদের বিরুদ্ধে নৃশংসতা, কুস্তিগীরদের উপর নৃশংসতা, নৃশংসতার ঘটনায় জড়িত আপনার নিজের লোকদের বিরুদ্ধে আপনি কখনও কোনও ব্যবস্থা নেন না। রাজ্যে ১৬-১৭ জনের বেশি মানুষ মারা গেছেন।‘