নিজস্ব সংবাদদাতা: একের পর এক হেলে পড়া বাড়ি, বেআইনি নির্মাণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। বিধাননগর পুরসভা এলাকায় বেআইনি নির্মাণ ঠেকাতে এবার তৎপর প্রশাসন। বাগুইআটি এলাকায় প্রোমোটারদের নামে ৬ জায়গায় নোটিস দিল পুরসভা। নোটিস টাঙানো হয়েছিল আগেও। সেই নোটিস ছিঁড়ে দেওয়া হয়েছে, এই অভিযোগে বাগুইআটি থানায় একাধিক অভিযোগ দায়ের করা হয়।
এরপর অভিযানে নামে পুলিশ। যে জায়গায় বেআইনি নির্মাণের অভিযোগ, সেখানে হানা দেন বাগুইআটি থানার আইসি। ফের নোটিস লাগানো হয়। এর আগেও অভিযোগ করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বেআইনি নির্মাণ বন্ধ হয়নি'।