শুধু জুনিয়ারেরা নয়, এবার ধর্মতলায় অনশনে সামিল সিনিয়র ডাক্তাররা

সেই জুনিয়র চিকিৎসকদের কষ্ট ভাগ করে নিচ্ছেন সিনিয়রেরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
senior doctors

File Picture

নিজস্ব সংবাদদাতা: আমরণ অনশনের সাড়ে চার দিন পার। কিন্তু অনশন এখনও চলছে। সরকারের কাছ থেকে মেলেনি কোনও উত্তর। গতকালের বৈঠকেও মেলেনি কোনও সমাধানের রাস্তা। আর সেই সবের জন্যেই অনশনও প্রত্যাহার হয়নি। ধীরে ধীরে শক্তি হারাচ্ছে শরীর, শুধুমাত্র মনের জোরে ৫ দিনের দিকে এগোচ্ছেন অনশনরত জুনিয়র চিকিৎসকেরা। 

এবার সেই জুনিয়র চিকিৎসকদের কষ্ট ভাগ করে নিচ্ছেন সিনিয়রেরা। তারাও শুরু করলেন অনশন। আজ সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রতীকী অনশনে বসেছেন সিনিয়র চিকিৎসকেরা। জুনিয়রদের কষ্ট ভাগ করে নিতেই তাঁদের এই উদ্যোগ। 

Aniket

এদিন ডক্টরস্‌ ফ্রন্টের পক্ষ থেকে এই অনশন কর্মসূচী শুরু হয়েছে। রাজ্য সরকার যে সন্তান সম জুনিয়র চিকিৎসকদের কথা ভাববেন না, তা ভাবতে পারছেন না সিনিয়রেরা। তাই তাঁদের এই আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন তারাও। 

Adddd