নিজস্ব সংবাদদাতা: ইসকন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমণ বাবাজি দিলেন বড় বক্তব্য। তিনি বলেছেন, "এখন পর্যন্ত বাংলাদেশে ৪ জন ইসকন ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজন চিন্ময় দাস প্রভুকে ওষুধ দিতে গেলে পুলিশ তাদের আটক করে। গ্রেফতার করা হয়েছে সম্পাদক চিন্ময় দাসকেও। এর মধ্যে একটি মন্দির আগে বন্ধ ছিল, গতকাল আরেকটি মন্দির ধ্বংস করা হয়েছে। গ্রেপ্তারের কোনো কারণ জানায়নি তারা। ইসকনের সকল স্বেচ্ছাসেবক আজ অসহায় বোধ করছে। আমাদের ১৫০ টি দেশে মন্দির, ৮৫০ টি বড় মন্দির এবং এক হাজারেরও বেশি কেন্দ্র রয়েছে - কোটি কোটি ইসকন ভক্ত বাংলাদেশে হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছেন।"