কাজ হলনা নবান্নের ম্যারাথন বৈঠকেও, সরকারের প্রতি অনাস্থার জন্ম নিচ্ছে বলে জানিয়ে দিল ডাক্তাররা- ধর্ণা অবস্থান চলবে বলে জানিয়ে দিল ডাক্তাররা- এবার কি হল? জানলে চরমে চমকে উঠবেন

এবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Junior doctors reached Kalighat

File Picture

নিজস্ব সংবাদদাতা: কাজ হলনা নবান্নের ম্যারাথন বৈঠকেও। সরকারের প্রতি অনাস্থার জন্ম নিচ্ছে বলে জানিয়ে দিল ডাক্তাররা। ফলে কাটল না জট। ধর্ণা অবস্থান চলবে বলে জানিয়ে দিল ডাক্তাররা। ডাক্তারদের অভিযোগ, মৌখিক আশ্বাস দিয়েছে মুখ্যসচিব, তবে লিপিবদ্ধ প্রতিশ্রুতি দেওয়া হয়নি। মিনিটস নিয়ে টানাপোড়েনের জেরেই শুরু হল সমস্যা। ডাক্তারদের তরফে বলা হয়েছে, "ভেবেছিলাম প্রশাসন সদিচ্ছা নিয়ে আমাদের দাবি শুনছে, তবে কার্যবিবরণীতে দেখলাম, সেই সব কথা লেখা নেই"। ফলে বৈঠকের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে তারা। তারা জানিয়েছে, ফের নবান্নকে মেইল করবেন তারা। তারা কাজে ফিরতে চাইছেন, কিন্তু তাদের দাবি না মানলে আন্দোলন চলবে বলে জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে সরকার গাইড প্রকাশ করলে ইতিবাচক ফল হবে বলে মনে করা হচ্ছে।