Panchayat Polls: ভোটকর্মীদের জন্য এবার বড় খবর!

যথেষ্ট সংখ্যক পুরুষ ভোটকর্মী ইতিমধ্যেই এই জেলায় নেওয়া হয়েছে। তাই মহিলা কর্মীদের এবার বাদ দেওয়া হচ্ছে। তবে গণনার দিন মহিলাকর্মীদের রাখতে হবে।

author-image
Anusmita Bhattacharya
New Update
votbengal

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: ভোটের দিন হাওড়ায় কোনও মহিলা ভোটকর্মী থাকবেন না, এমন সিদ্ধান্ত নিল হাওড়া জেলা প্রশাসন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? জেলা প্রশাসন জানাচ্ছে যে হাওড়ায় যথেষ্ট সংখ্যক পুরুষ ভোটকর্মী রয়েছেন ভোটের দিন। তাই সেদিন কোনও মহিলা ভোটকর্মীকে রাখার প্রয়োজন নেই। তবে গণনার দিন মহিলা কর্মীরা থাকবেন।

এদিকে ভোটের দিন কাজের জন্য ইতিমধ্যেই বহু মহিলার প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল। তাঁদের কাছে ইমেল পাঠিয়ে বা ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছে যে এখানে ভোটকর্মী হিসাবে কোনও মহিলাকে ভোটের দিন আসতে হবে না। হাওড়ার বিভিন্ন সরকারি দফতরের মহিলা কর্মী ও স্কুল শিক্ষিকাদের ভোটকর্মী হিসাবে নিয়োগ করা নিয়ে প্রথম থেকেই একটা আপত্তি ছিল। গণনার দিনের জন্য যে প্রশিক্ষণের দরকার তা মঙ্গলবার অর্থাৎ আজ থেকে দেওয়া শুরু হয়ে যাবে। গত পঞ্চায়েত ভোটেও প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকে ২৫ জন করে মহিলা ভোটকর্মী ছিলেন।