নিজস্ব সংবাদদাতাঃ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকরা দাবি করছেন যে আতশবাজিতে কোনও কিউআর কোড (QR Code) না থাকলে সেই বাজি খাঁটি নয় এবং এর প্রস্তুতকারকসহ ব্যবহারকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।
ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে ইডেনে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল যে 'সবুজ বাজি' ব্যবহার করেছে, তাতে কিউআর কোড ছিল না। পড়ে থাকা বাজির অবশিষ্ট অংশ থেকে তার প্রমাণ পাওয়া গেছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র বলেন, 'আইন নিজের পথে চলবে। আমরা এই আতশবাজিগুলি ফাটাতে অনুমতি দিইনি। আমরা তাদেরকে বলেছিলাম কলকাতা পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য'। এর আগে পিসিবির সদস্য সচিব ডঃ রাজেশ কুমার সিএবিকে কঠোর বার্তা দিয়ে চিঠি লিখে যথাযথ কিউআর কোড সহ সবুজ আতশবাজি ব্যবহার এবং কলকাতা পুলিশের কাছ থেকে অনুমতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সবুজ বিপ্লবীরা সিএবি-র বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছে। এই আতশবাজি ফাটানোর ফলে নিরাপত্তার দায়িত্বে থাকা মাউন্টেড পুলিশের ঘোড়ার মৃত্যু হয়। কলকাতা পুলিশ জানিয়েছে যে দক্ষিণ কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার প্রিয়ব্রত রায় এই ঘটনার তদন্ত করছেন।