আরজি কর কাণ্ডের প্রতিবাদ! পুজোর উদ্বোধনে আসবেন না বিজেপির কোনও কেন্দ্রীয় নেতা

পুজোর উদ্বোধনে আসবেন না বিজেপির কোনও কেন্দ্রীয় নেতা।

author-image
Tamalika Chakraborty
New Update
Durga Puja: বেলিয়াঘাটার বসুবাড়িতে চল নেই বলি প্রথার, উৎসর্গ করা হয় মাছ

নিজস্ব সংবাদদাতা: মহালয়া আজ। মহালয়ার আগের দিন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন শুরু করে দিয়েছেন। মহালয়ার দিনও একাধিক মণ্ডপে উদ্বোধন করেন তিনি। তবে এবারও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের পুজোর উদ্বোধনে আসার কথা ছিল। কিন্তু আরজি কর কাণ্ডের প্রতিবাদে তাঁরা এবার পুজোর কোনও উদ্বোধনে আসবেন না বলে জানা গিয়েছে। 

গতবারেও ছবিটা এমন ছিল না। বিজেপি প্রভাবিত একাধিক পুজো উদ্যোক্তারা হেভিওয়েট বিজেপি নেতাদের নিয়ে এসে পুজোর উদ্বোধন করিয়েছিলেন। তবে এবার চিত্রটা একেবারেই অন্যরকম। আগেরবার বিজেপি নেতা সজল ঘোষের সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধনে হাজির হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। সেই পুজোর উদ্বোধনকে ঘিরে ব্যাপক উন্মাদনার সৃ্ষ্টি হয়েছিল। তবে এবারে কোনও কেন্দ্রীয় নেতৃত্ব দুর্গাপুজোর উদ্বোধনে আসবেন না। 

দলীয় সূত্রের খবর, কেন্দ্রীয় নেতা মন্ত্রীরা পুজোর উদ্বোধনে উপস্থিত না থাকার সিদ্ধান্ত নিলেও বাংলার দুজন বিজেপি নেতার জন্য বিষয়টি কিছুটা শিথিল করা হয়েছে। একজন হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অন্যজন হলেন, বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গাপুজোর উদ্বোধন করতে পারবেন বলে জানা গিয়েছে। 

 tamacha4.jpeg