রাতের শহর আজও নিরাপদ নয়? একই ঘটনার পুনঃরাবৃত্তি

রাতের শহর আবারো রক্তাক্ত! দুর্ঘটনা! মৃত্যু! বেপরোয়া গতি! কোথায় নজরদারি? কেন ফিরছে না হুঁশ?

author-image
Pallabi Sanyal
New Update
dsd

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : রাতের শহর কি আজো নিরাপদ নয়? প্রশাসনিক নজরদারিতে খামতি? কেন বাড়ছে দুর্ঘটনা? রাতের শহরে একের পর এক দুর্ঘটনার পরও ফিরল না হুঁশ! ফের রাতের শহরে দুর্ঘটনা। মা উড়ালপুলে দুর্ঘটনা। মৃত্যু কলেজ ছাত্রের। গাড়ি চালিয়ে সল্টেলেকের দিকে যাচ্ছিলেন ওই পড়ুয়া।  এছাড়াও গাড়িতে ছিলেন তার সঙ্গীরা। সকলেই কলেজ পড়ুয়া। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ও ল্যাম্প পোস্টে ধাক্কা মারে গাড়িটি। ঘটনাস্থলে কলেজ পড়ুয়া চালকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছে ২ তরুণী সহ ৪ জন। রাত ১২টা ১৫ নাগাদ ঘটেছে ঘটনাটি। পুলিশের প্রাথমিক অনুমান, বেপরোয়া গতির জেরেই ঘটেছে দুর্ঘটনা।

hire