নিজস্ব সংবাদদাতা: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের ভাগ্নি কাবেরী ভট্টাচার্য এক বিস্ফোরক অভিযোগ করলেন। তাঁর অভিযোগ, তাঁর মাকে মেরে ফেলেছেন তাঁর মামা। অভিযোগ সুজয়কৃষ্ণ ভদ্রের দিকেই। ভাগ্নি কাবেরী ভট্টাচার্যের অভিযোগ, ২০১৭ সালের ২৬ আগস্ট শিপ্রা ভট্টাচার্য অর্থাত্ কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের দিদি রহস্যজনকভাবে মারা যান।
দিদির মৃত্যুর পরই সুজয়কৃষ্ণ ভদ্র তাঁর ভাগ্নি ও জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন। ভাগ্নির দাবি, সুজয়কৃষ্ণ ভদ্র নিজেই চক্রান্ত করে জায়গা-জমির জন্য নিজের দিদিকে মেরে ফেলেছেন। এমনকি পুরনো বাড়িতে যেতে দেওয়া হয় না তাঁদের। চিকিত্সক আসার আগেই নাকি কালীঘাটের কাকুর দিদিকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছিল।