Ramanavami: নথি সংগ্রহ করল NIA!

রামনবমীর ঘটনায় তদন্তভার গ্রহণ করল এনআইএ।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
,ন্ম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ তদন্তের কাজে সোমবার রাতে রিষড়া থানায় হাজির এনআইএ-র আধিকারিকরা। পুলিশ অফিসারদের সঙ্গে ঘটনা সম্পর্কে কথা বলেন তাঁরা। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে গত এপ্রিল মাসে অশান্তি হয় হুগলির রিষড়ায়। সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখে। এরপরই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা। পুলিশের থেকে নথি সংগ্রহের কাজ করছে তারা।

সোমবার রাত ১০টা নাগাদ রিষড়া থানায় পৌঁছায় এনআইএ-র চার সদস্যের একটি দল। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। রামনবমীর ঘটনায় ঠিক কী অভিযোগ ছিল, তার পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই বিষয়ে কথা হয়েছে বলে খবর। এই মামলা সংক্রান্ত নথিও সংগ্রহ করে এনআইএ। রিষড়ার পর তাঁরা যান শ্রীরামপুর থানায়। সেখানেও নথি সংগ্রহ করা হয়েছে।