নিজস্ব সংবাদদাতা: নিউটাউনের পার্শ্ববর্তী এলাকা ধর্মতলা পাচুরিয়ার ছোট খালে প্রথমে একটি লাল রঙের ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ট্রলিব্যাগ দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। এরপরই পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশে খবর দেওয়া হলে টেকনো সিটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। আর সেই ট্রলিব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় পুলিশের। ভয় পান স্থানীয়রাও।
/anm-bengali/media/media_files/Du0PjyUCkLXUnzCWPvmN.jpeg)
কেননা ট্রলিব্যাগের মধ্যে ছিল এক প্রৌঢ়র মৃতদেহ। অনুমান করা হচ্ছে ৫০ থেকে ৫২ বছর বয়স ওই মৃত ব্যক্তির। সেই মৃতদেহ আরজি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে নেমেছে পুলিশ। তবে উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি। তবে সামনেই লোকসভায় নির্বাচন তার আগে সুটকেস বন্দী এই মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
/anm-bengali/media/media_files/elMl7b7yQcMzhjqsLgYo.jpeg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)