ভোটের কাজ করবেন সদ্য চাকরি হারা শিক্ষকরা! কী বলল নির্বাচন কমিশন

নির্বাচন কমিশনের তরফে জানানো হচ্ছে যে চাকরি যাওয়ার ফলে যদি ওই কর্মীদের ভোটের কাজ থেকে বাদ দেওয়া হয়, তাহলে কোনও রকম অসুবিধা হবে না। হাতে রাখা অতিরিক্ত কর্মীরা সেই ঘাটতি মিটিয়ে দেবেন।

author-image
Tamalika Chakraborty
New Update
election commission12.jpg


নিজস্ব সংবাদদাতা: SSC নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের রায়ে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষাকর্মীদের। চাকরি হারা অনেক শিক্ষক বর্তমানে ভোটের কাজ করছেন। দ্বিতীয় দফা ভোটে তাঁদের কাজ পড়েছে। এই প্রসঙ্গে নির্বাচন কমিশনের তরফে জানানো হচ্ছে যে চাকরি যাওয়ার ফলে যদি ওই কর্মীদের ভোটের কাজ থেকে বাদ দেওয়া হয়, তাহলে কোনও রকম অসুবিধা হবে না। হাতে রাখা অতিরিক্ত কর্মীরা সেই ঘাটতি মিটিয়ে দেবেন। 

kolkata high court

 tamacha4.jpeg