নিজস্ব সংবাদদাতা: মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতি রেখা সাউয়ের নবজাতকের মৃত্যু। বিষাক্ত RL স্যালাইন প্রয়োগে অসুস্থ প্রসূতি ও তারপর থেকে মেদিনীপুর মেডিক্যালের জেনেরাল বেডের এসএনসিউতে ভর্তি ছিল ওই সদ্যোজাত। বৃহস্পতিবার সকালে নবজাতক পুত্র সন্তানের মৃত্যু হয়। বিষাক্ত স্যালাইনের জেরে সন্তানের মৃত্যু হয়েছে এ নিয়ে চাই সিবিআই তদন্ত, দাবি সদ্যোজাতর বাবার।
এদিন রেখা সাউয়ের স্বামী জানান, বুধবার দিন ভর্তি হওয়ার পর রেখাকে স্যালাইন দেওয়া হয়। তখনও সে প্রসব করেনি। যার জেরে বিষাক্ত সেই স্যালাইনের প্রকোপ পড়েছে বাচ্চাটির উপর।
উল্লেখ্য, বৃহস্পতিবার স্যালাইন মামলায় নির্দেশ দিল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্জের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, হাসপাতালগুলিতে বন্ধ করতে হবে রিঙ্গার ল্যাকটেট স্যালাইনের ব্যবহার। যারা এই ওষুধ ব্যবহার করে ক্ষতিগ্রস্ত তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে রাজ্য।