নিজস্ব সংবাদদাতা: নতুন বছরের আগমন হয়েছে। নতুন বছর কলকাতাবাসীদের জন্য হার কাঁপানো শীত নিয়ে এসেছে। নতুন বছরের প্রথম দিনেই কলকাতার পারদ ১৫ ডিগ্রি পর্যন্ত নামবে।
/anm-bengali/media/media_files/2024/10/16/im9AjzK7LDngGWcZPPsj.jpeg)
আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি পর্যন্ত উঠবে। আজ দিনের বেশিরভাগ সময় কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি নিচেই থাকবে। কলকাতার আবহাওয়ার লাইভ আপডেট পেতে ক্লিক করুন।