নিজস্ব সংবাদদাতাঃ অন্তর্বর্তীকালীন উপাচার্য নয়, ১৭ তারিখের বিজ্ঞপ্তি ১৯ তারিখে প্রকাশ করার মাধ্যমেই রাজভবন জানিয়েছে যে গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউ হচ্ছেন স্থায়ী উপাচার্য। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার রেশের মধ্যেই নতুন উপাচার্য নিয়োগ করলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার থেকেই দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন বুদ্ধদেব সাহু। তিনি জানান যে বারবার অধ্যাপকদের একাংশ, পড়ুয়ারা সরব হয়ে বিচার চেয়েছেন এই মর্মান্তিক ঘটনার। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হেলদোল ছিল না বলেই অভিযোগ তুললেন তিনি। পাশাপাশি দাবি করেন যে আরও সতর্ক তাঁরা হলে এই ছেলেটির মৃত্যু হত না।