রাজ্যপাল 'ভ্যাম্পায়ার'? ব্রাত্য বসুর টুইট ঘিরে তরজা তুঙ্গে

রাজ্যপাল ও রাজ্য সরকারের সংঘাত অব্যাহত রয়েছে পশ্চিমবঙ্গে।

author-image
SWETA MITRA
New Update
BRATYA CV.jpg

নিজস্ব সংবাদদাতাঃ যত সময় এগোচ্ছে ততই রাজ্যপাল-রাজ্য সংঘাত চরমে উঠছে। একাধিক ইস্যুকে ঘিরে একপ্রকার ঠাণ্ডা যুদ্ধে লিপ্ত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose) রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিকে এই সংঘাতের আগুনে ঘি আরও পড়ল যখন শিক্ষামন্ত্রী এক টুইটকে ঘিরে। আজ শনিবার ব্রাত্য বসু টুইট বার্তায় লেখেন, "মধ্যরাত পর্যন্ত দেখুন, অ্যাকশন দেখুন। সাবধান! সাবধান! সাবধান!  শহরে নতুন ভ্যাম্পায়ার! নাগরিকরা দয়া করে নিজেদের দিকে নজর রাখুন। ভারতীয় পৌরাণিক কাহিনী অনুসারে "রাখাস প্রহর" এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি!” বিশিষ্ট মহলের মতে, রাজ্যপালকেই নাম না করে ভ্যাম্পায়ার বলার চেষ্টা করেছেন।"