রেশন দুর্নীতি কাণ্ডে নয়া মোড়

বালিগঞ্জ থানায় এফআইআরের ভিত্তিতে যে তদন্ত চলছিল তার স্থগিতাদেশের নির্দেশ দিলো হাইকোর্ট। পুলিশ ইতিমধ্যেই কেস ডায়েরি পেশ করেছে। চূড়ান্ত রিপোর্টও দিয়েছে। সকল তদন্তের ভার যেন দেওয়া হয় সিবিআইকে সেই অনুরোধ জানিয়েছেন ইডি।

author-image
Shroddha Bhattacharyya
New Update
breakinganm

 

নিজস্ব সংবাদদাতা : রেশন দুর্নীতি মামলায় স্থগিতাদেশ হাইকোর্টের। শুধুমাত্র বালিগঞ্জ থানায় ২০১৯ সালে যে এফআইআর হয়েছিল তার ভিত্তিতে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। পুলিশকে কেস ডায়েরি পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আরও জানা যাচ্ছে ইডির তরফ থেকে আদালতকে জানানো হয়েছে যে সকল তদন্তভার যেন সিবিআইকে দেওয়া হয়। বিচারপতি জানিয়েছেন এই মুহূর্তেই অন্তর্বর্তী নির্দের্শের কেন সুযোগ নেই। অভিযোগ উঠেছে যে  ১০ হাজার কোটির দুর্নীতি হয়েছে। বাংলাদেশের মাধ্যমে দুই হাজার কোটি পাচার হয়েছে দুবাইয়ে। ইতিমধ্যেই পুলিশ চার্জশিট পেশ করেছে ও চূড়ান্ত রিপোর্টও দিয়েছে। সবশেষে, বিচারপতি আরও তদন্ত চালাবার জন্য মন্তব্য করেন।

 

 flamefood1

 

cityaddnew

 

flavourfood