নিজস্ব সংবাদদাতা: যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনার তদন্তে একের পর এক নৃশংস অভিযোগ সামনে আসছে। সোমবার ডামি পুতুল ও পাশবালিশ নিয়ে ৯ অগস্টের ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। উঠে এল হস্টেলের ৬৫ নম্বর রুম নিয়ে বড় তথ্য। হস্টেলের A1 ব্লকের ৬৮ নম্বর ঘরে বাংলা প্রথমবর্ষের ওই ছাত্রের থাকার ব্যবস্থা হয়। সেই ঘরের পাশাপাশি এদিন ৬৫ নম্বর ঘরটিও দেখেন তদন্তকারীরা। সেখানে কেউ থাকে না। জানা গেছে যে ৯ অগস্টের রাতে নদিয়ার ওই পড়ুয়া সেই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল।
পুলিশ দাবি করছে যে বিবস্ত্র অবস্থায় ওই ঘরে গিয়ে লুকোনোর চেষ্টা করে স্বপ্নদীপ কুণ্ডু। দুর্ভাগ্যবশত সে সফল হয়নি। তদন্তকারী অফিসাররা দাবি করছেন যে ওই ৬৫ নম্বর ঘরে তার উপর অত্যাচার করা হয়। এরপর বারান্দা ধরেই A2 ব্লকে যায় সে। কারণ, সেই ব্লকের নীচেই পড়েছিল সে।