TET SCAM: ৭ লাখ টাকায় প্রাথমিকের চাকরি! উঠে এল চাঞ্চল্যকর তথ্য

এবার প্রাথমিকে চাকরি নিয়ে বড় তথ্য উঠে এল। ৭ লক্ষ টাকায় প্রাথমিকে চাকরির রফা করা হয়েছিল। কী হল তারপর?

author-image
Anusmita Bhattacharya
New Update
scam

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: কড়কড়ে ৭ লক্ষ টাকা দিয়ে দিয়েছিলেন চাকরি পাওয়ার ‘বরাত’৷ কিন্তু চাকরি মেলেনি৷ বেআইনি চাকরি প্রার্থীকে এবার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ ৭ লক্ষ টাকায় প্রাথমিক শিক্ষক চাকরির রফা হয়েছিল নদিয়ায়। শেষে যদিও সেই চাকরি হয়নি৷ সেই টাকা এবার ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হল দুই এজেন্টকে। ৪ জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার।

২০২১ সালে প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য ৭ লক্ষ টাকা দেন চাকরি প্রার্থী মইদুল মণ্ডল, সাব্বির আহমেদ ও সিয়াজুল বাঙ্গুয়ার। চাকরি না পাওয়ায় টাকা ফেরত চান মইদুল। ১.৯ লক্ষ টাকা দিলেও বাকি টাকা না দেওয়ায় মে মাসে হরিণঘাটা থানায় অভিযোগ করে মইদুল।