নিজস্ব সংবাদদাতা: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি (SSC Scam) নিয়ে ফের বড় অভিযোগ উঠল। মেয়াদ উত্তীর্ণ প্যানেলের প্রার্থীদের কী ভাবে ডাকা হল কাউন্সেলিংয়ে (Counselling)? জানা যায় যে ২০২০-র অগস্টে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিংয়ে আসার জন্য এসএমএস পাঠানো হয়েছিল আর তার মেয়াদ ফুরিয়ে গেছে ২০১৯-এ। সিবিআইকে (CBI) এই মামলা সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিত্ বসু (Justice Biswajit Basu)। আগামী ১৯ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। স্কুল সার্ভিস কমিশনের তথ্য বলছে যে চাকরিপ্রার্থী কাউন্সেলিং প্রক্রিয়ায় যোগ না দেওয়ায় সুপারিশপত্র পাঠানো হয়নি। অথচ মধ্য শিক্ষা পর্ষদের তথ্য ঘাঁটলে দেখা গেল যে কমিশনের পাঠানো নিয়োগের সুপারিশ মেনেই নিয়োগপত্র ছাপানো হলেও সেই চিঠি চাকরিপ্রার্থী নিতে আসেননি।