জেলে কমোড নেই, 'অসম্ভব যন্ত্রণা' হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বর্তমানে রয়েছেন প্রেসিডেন্সি জেলে। সেখানে তাঁর খুব কষ্ট হচ্ছে, জানালেন নিজেই।

author-image
Anusmita Bhattacharya
New Update
partha kobita

নিজস্ব সংবাদদাতা: গত বছর থেকে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। মাসের পর মাস পেরিয়ে গেলেও সেই প্রথম থেকে নিয়ে এখনও সমস্যা কাটেনি। নিত্যদিন জেলের ভিতর ভীষণ অত্যাচার করা হচ্ছে নাকি তাঁকে। গ্রেফতার হওয়ার পর এককালের হেভিওয়েট এই নেতাকে জেল কর্তৃপক্ষ শৌচকর্মের জন্য কমোডের (Comode) ব্যবস্থা করে দিলেও বর্তমানে সেই সুযোগ আর পাচ্ছেন না তিনি। বয়স হয়েছে বলে হাটু মুড়ে শৌচকর্ম করতে গিয়ে কোমরের ব্যথাটা বেড়েছে। বহু মানসিক অশান্তি-অত্যাচার করা হচ্ছে বলে নিজের ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন তিনি। সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে (CBI Special Court) পেশ করার সময়ে সাংবাদিকদের জানান যে ''অসম্ভব, অসম্ভব, অসম্ভব অসুবিধা হচ্ছে! জেলে যে ভাবে থাকার কথা, থাকতে পারছি না"।