নিজস্ব সংবাদদাতা: আঠারো সালে পঞ্চায়েত ভোটে যে বিক্ষিপ্ত ছবি দেখা গিয়েছিল, এবার তা যেন আরও বেশি। বেশ কিছু জেলার বহু বুথে ভোট ও গণনার দিন লুট করা হয়েছে ব্যালট পেপার। সেই সব ব্যালট পেপারের কোনওটিতে ছাপ্পা দেওয়া, কোনওটি আবার খালি। বুধবার এমনই কিছু ব্যালট পেপার আনা হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। প্রিসাইডিং অফিসারের সই রয়েছে আবার তাতে। জাঙ্গিপাড়া ডিএন হাইস্কুল সংলগ্ন রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া গেছে সেগুলি। বিচারপতি নির্দেশ দিয়েছেন, সই করা ব্যালট পেপার কীভাবে বাইরে এল, তা নিয়ে ব্যাখ্যা দিতে হবে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিককে।