নিজস্ব সংবাদদাতা: তৃণমূল সাংসদ নুসরত জাহান এবং বাকি অভিযুক্তদের বিরুদ্ধে ফ্ল্যাট দুর্নীতি নিয়ে প্রাথমিক তদন্তে তথ্যপ্রমাণ সামনে এসেছে। আলিপুর আদালতের নির্দেশে তদন্ত করে আদালতে এমনই রিপোর্ট পেশ করে কলকাতা পুলিশ। '৩০০ শতাংশ বলতে পারি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, দুর্নীতির সঙ্গে কোনওভাবেই জড়িত নই', সাংবাদিক বৈঠক করে দুর্নীতিকে কেন্দ্র করে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলে সোজা সেই অভিযোগ খারিজ করে দেন এই নেত্রী এবং অভিনেত্রী। তৃণমূল সাংদ এই দাবি করলেও কলকাতা পুলিশের প্রাথমিক তদন্ত রিপোর্ট বিপরীত কথা বলছে।
জানা গেছে যে রাজারহাটে জমি কিনে ফ্ল্যাট বানাতে 'সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড' নামক এক সংস্থা ২০১৪-২০১৫ সালে ৪২৯ জনের থেকে ৫ লক্ষ ৫৫ হাজার টাকা করে নিয়েছিল। সেই ফ্ল্যাট আর তৈরি হয়নি। এই অভিযোগ নিয়ে আলিপুর আদালতে যান অভিযোগকারীরা। তারপর ২০২২ সালের ২২শে ডিসেম্বর কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইমকে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দেন আলিপুর আদালতের ষষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুস্তাক আলম। ৩০ জানুয়ারি আদালতে জমা দেওয়া রিপোর্টে বলা হয় যে প্রাথমিক তদন্তে অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। তাতেই অভিযুক্ত হিসাবে নাম থাকে তৃণমূল সাংসদ নুসরত জাহানের। এরপরই প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং সম্মিলিত অপরাধের ধারায় মামলা হয় এবং আদালতে সমন জারি করে। নুসরত যাননি হাজিরা দিতে।