পুলিশকে ঢুকতে না দেওয়া জয়দীপ পিটিয়েছে পড়ুয়াকে! ভয়ানক তথ্য ফাঁস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জয়দীপ ঘোষকে গ্রেফতার করা হয়েছে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনায়। এবার ধৃত এই ছাত্রের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এল সামনে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
jadavpurdeath

নিজস্ব সংবাদদাতা: প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনার পর হোস্টেলে গেট আটকে পুলিশকে ঢুকতে বাধা দিয়েছিলেন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রাক্তনী জয়দীপ ঘোষ। সেই জয়দীপ ঘোষকে কেন্দ্র করে চাঞ্চল্যকর তথ্য এল সামনে। অতীতেও এই জয়দীপ ঘোষের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের গেট আটকানোর অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ২০১৮ সালের মহালয়ার দিন হোস্টেলের কয়েকজন পড়ুয়াকে মারধরের অভিযোগ ওঠে এই জয়দীপ ঘোষের বিরুদ্ধে। সেই সময় তদন্ত কমিটিও গঠন করা হয়। তদন্ত কমিটির রিপোর্টেও কার্যত দোষী সাব্যস্ত করা হয় এই জয়দীপ ঘোষকে। কিন্তু তারপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও পদক্ষেপই নাকি নেননি।

যদিও সেই সময় জয়দীপ ঘোষ অভিযোগ অস্বীকার করলেও সেই সময় উপস্থিত থাকা একাধিক পড়ুয়া জয়দীপ ঘোষকে দায়ী করে সেই ঘটনার পিছনে। সেই সময় জয়দীপ ঘোষকে শাস্তি দেওয়া গেলে আজ হয়তো কেউ হোস্টেল আটকানোর সাহস করত না বলে মনে করছে অনেকেই। তদন্ত কমিটির সদস্য ছিলেন বর্তমান জুটার সম্পাদক পার্থপ্রতিম রায়।