নিজস্ব সংবাদদাতা: জলপাইগুড়ি রোড ও শিয়ালদার মধ্যে চালু নয়া ট্রেন ৷ নয়া ট্রেনের নামকরণ শৈবতীর্থ 'জল্পেশে'র নামে করার দাবি জলপাইগুড়ির জল্পেশ নাগরিক কমিটির। তাঁরা চান 'জল্পেশ্বর' বা 'জল্পেশ এক্সপ্রেস' নাম রাখা হোক নতুন এই ট্রেনটির ৷ নাগরিক কমিটির এই দাবিকে সমর্থন জানিয়েছেন সাংসদ জয়ন্তকুমার রায় ৷
এ প্রসঙ্গে জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় বলেন, "জল্পেশের নামে ট্রেনের নামকরণের দাবি উড়িয়ে দেওয়া যায় না ৷ আমাদের উত্তরবঙ্গের বিখ্যাত শৈবতীর্থ জল্পেশ ৷ নতুন ট্রেনটির নাম জল্পেশের নামে করা যায় কি না, তা বিবেচনায় রয়েছে ৷ আমরা সব খতিয়ে দেখে প্রস্তাব পাঠাব ৷ দীর্ঘদিন থেকেই একটা ট্রেনের নামকরণ জল্পেশধামের নামে করা হোক এই দাবি রয়েছে ৷"
উল্লেখ্য, উত্তরবঙ্গের বিখ্যাত তীর্থস্থান জল্পেশ ৷ দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের একটি ট্রেনের নামকরণ 'জল্পেশে'র নামে করার দাবি করা হচ্ছিল ৷ সম্প্রতি জলপাইগুড়ি রোড ও শিয়ালদার মধ্যে একটি নতুন ট্রেন চালু করার কথা ঘোষণা হয়েছে ৷ ফলে নয়া এই ট্রেনটি জল্পেশধামের নামে করার দাবি জোরালো হয়েছে ৷