নিজস্ব সংবাদদাতা: কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) নির্দেশ দিয়েছে ২০১৪ সালের প্রাথমিক টেটের (Primary TET) প্রশ্নভুলের জন্য সবাইকে ৬ নম্বর দিতে হবে। এই নিয়ে এবার সাংবাদিক সম্মেলনে মুখ খুললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education) সভাপতি গৌতম পাল (Gautam Pal)। জানালেন এর ফলে মেরিট লিস্ট (Merit List) পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১৪ সালের প্রশ্ন ভুল মামলাতে সবাইকে ৬ নম্বরের মধ্যে বকেয়া নম্বর দেওয়ার পর আবার নতুন করে TET পাশ সার্টিফিকেট (TET Certificate) দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। ইতিমধ্যে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্টের কাছে সিবিআই তাদের রিপোর্টে উল্লেখ করেছে পর্ষদের ভুল হয়েছে।