উত্তরপত্র মূল্যায়নের নয়া পদ্ধতি জারি করলো পর্ষদ

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করবার জন্য নতুন পদ্ধতি জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৩ সালেও আংশিক ভাবে চালু হয়েছিল এই পদ্ধতি। পর্ষদের আশঙ্কা প্রক্রিয়াটি একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে।

author-image
Shroddha Bhattacharyya
New Update
TG

BREAKING NEWS: মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর প্রদানের পর তা পর্ষদ অফিসে পাঠানো বা দাখিলার প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করলো মধ্যশিক্ষা পর্ষদ। এই কাজের প্রধান পরীক্ষক, যারা ওই নম্বর অনলাইনে দাখিল করবেন তাদের জন্য ৫০০ টাকা করে সাম্মানিক প্রদান করা হবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ওই বিষয়ে প্রশিক্ষণের জন্য পর্ষদের তরফে পরীক্ষকদের কাছে একটি ভিডিও পাঠাবে পর্ষদ। সেই ভিডিও থেকেই পরীক্ষকরা বুঝতে পারবেন কিভাবে নম্বর অনলাইনে দাখিল করতে হবে। ২০২৩ সাল থেকেই আংশিকভাবে অনলাইনে নম্বর দাখিল প্রক্রিয়া শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ। তবে এই বছর নম্বর দাখিলা সম্পূর্ণ অনলাইনে করা হলেও পর্ষদের আশঙ্কা প্রক্রিয়াটি একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। তাই অনলাইনের পাশাপাশি বিগত বছরের মতো প্রয়োজনে এই বছর ইন্টেলিজেন্ট ক্যারেকটার রিকগনিশন বা আইসিআর (ICR) ও অপটিক্যাল মার্ক রিডার বা ওএমআর (OMR) ফয়েলে নম্বর দাখিলার প্রক্রিয়াও চালু থাকছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পর্ষদ।

 

add 4.jpeg

cityaddnew

স

স